কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারী : সর্বোচ্চ ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।এছাড়া ২৪ ঘন্টায় কক্সবাজারে দেশে সর্বোচ্চ ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে কক্সবাজারের ‘উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

এ কারণে কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে’।

সকালে কক্সবাজার আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

আরও খবর