সিনহা হত্যা: নীলিমা রিসোর্ট পরিদর্শনে র‍্যাবের তদন্ত দল

নিজস্ব প্রতিবেদক ◑ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে করা মাদক মামলা তদন্তে ঘটনাস্থল ‘নিলিমা রিসোর্ট’ পরিদর্শন করেছে র‍্যাবের তদন্ত দল।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাবের তদন্ত দল রিসোর্টটি পরিদর্শনে যান। সেখানে সিনহা ও তার সহকর্মীদের ব্যবহৃত রুম পরিদর্শন করেন তদন্তকারী কর্মকর্তারা।

তদন্তকারী কর্মকর্তা বিমান চন্দ্র কর্মকার জানান, এই রিসোর্ট থেকে পুলিশের জব্দ করা আলামত ও ডিভাইসগুলোর পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। শিপ্রার বিরুদ্ধে করা মাদক মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এর আগে, গত ৩১ জুলাই রাতে সিনহা নিহতের পর এই রিসোর্টে অভিযান চালায় পুলিশ। অভিযানে মদ উদ্ধার দেখিয়ে শিপ্রার নামে মাদক মামলা করে পুলিশ।

আরও খবর