ঘুমধুমে ঘরের মাটির দেয়ালে চাপা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ◑

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ঘরের মাটির দেয়ালে চাপা পড়ে নুরুল বশর নামে একজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে জাহাঙ্গীর আজিজ।

জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ৫নং ওয়ার্ডের ঘোনারপাড়া গ্রামে আজ দুপুর ২ টার দিকে নুরুল বশর নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় ঘরের মাটির দেয়াল ভেঙে তার উপর পড়ে। স্থানীয়রা খবর পেয়ে বাড়ির মাটির দেওয়াল ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও খবর