নিজস্ব প্রতিবেদক ◑
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ঘরের মাটির দেয়ালে চাপা পড়ে নুরুল বশর নামে একজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে জাহাঙ্গীর আজিজ।
জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ৫নং ওয়ার্ডের ঘোনারপাড়া গ্রামে আজ দুপুর ২ টার দিকে নুরুল বশর নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় ঘরের মাটির দেয়াল ভেঙে তার উপর পড়ে। স্থানীয়রা খবর পেয়ে বাড়ির মাটির দেওয়াল ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-