মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, কক্সবাজার সদর মডেল থানার সাবেক ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, সদর মডেল থানার বর্তমানে ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্বে থাকা মাসুম খান সহ ১৮ জনের বিরুদ্ধে একটি ফৌজদারি দরখাস্ত দায়ের করা হয়েছে।
টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও হোয়াইক্ষ্যং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীর আহমদ সিকদার এর পুত্র মোহাম্মদ আলম বাবুলকে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারী হত্যা করার অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আদালত নম্বর-৪) এ ফৌজদারি দরখাস্তটি ২৩ আগস্ট রোববার দায়ের করা হয়।
আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্ দাখিলকৃত ফৌজদারী দরখাস্তের ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় ইতিপূর্বে আর কোন মামলা দায়ের হয়েছে কিনা-তা আগামী ৩১ আগস্টের মধ্যে কক্সবাজার সদর মডেল থানার ওসি’কে আদালতে প্রতিবেদন দিতে বলেছেন।
৩১ আগস্ট প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ফৌজদারী দরখাস্তটির গ্রহনযোগ্যতা হবে বলে আদালাত সুত্রে জানা গেছে। নিহত মোহাম্মদ আলম বাবুলের ভাই বদিউল আলম বাদী হয়ে ফৌজদারী দরখাস্তটি দায়ের করেছেন।
বিস্তারিত আসছে–
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-