কক্সবাজার স্বাস্থ্যবিধি না মানায় ১২ মামলায় ২১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকাসহ হোটেল-মোটেল জোনে সামাজিক দূরত্ব না মেনে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় পর্যটক ও হোটেলের বিরুদ্ধে ১২টি মামলা করে ২০ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় পর্যটকদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে লাবণী, সুগন্ধা ও কলাতলী বীচ পয়েন্টসহ বীচ সংলগ্ন ঝিনুক মার্কেট এলাকাসমূহে পর্যটকদের নিকট সরকার প্রণীত “কোভিড-১৯ চলাকালে পর্যটকের জন্য নির্দেশিকা” বিতরণ করা হয় এবং উক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য পরামর্শ প্রদান করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত সমুদ্র সৈকতসহ হোটেল-মোটেল জোনে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন দোকানকে ১২টি মামলায় ২০ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট। এ সময় এপিবিএন এবং টোয়াকের নেতা এস এম কিবরিয়া খান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর