ডেস্ক রিপোর্ট ◑ নরসিংদীতে স্বামী শামসুল হকের ডাকে আবাসিক হোটেলে গিয়ে লাশ হয়েছেন স্ত্রী রেশমী আক্তার। তাকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে নরসিংদী শহরের বাজিড় মোড় এলাকার আল মামুন হোটেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লহরি এলাকার শামসুল হকের সঙ্গে কলহ চলছিল স্ত্রী রেশমী আক্তারের। এর পরিপ্রেক্ষিতে দুই বছর ধরে নরসিংদী শহরের বিলাসদী মহল্লার একটি বাড়িতে আলাদা বসবাস করছিলেন রেশমী। শনিবার শামসুল হক নবীনগর থেকে এসে স্ত্রীকে মোবাইলে আল মামুন আবাসিক হোটেলে যেতে বলেন। রেশমী সেখানে গেলে স্বামীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন শামসুল হক।
নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, এক হোটেল বয় রুমের দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেয়। পরে রেশমী আক্তারের মরদেহ উদ্ধার ও তার স্বামী শামসুল হককে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-