কক্সবাজারে বৃহস্পতিবার ২৮৮ টেস্টে করোনা ধরা পড়লো আরও ২৯ জনের

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ২০আগস্ট ২৮৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ২৯ জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। তারমধ্যে, কক্সবাজার জেলায় ১৪জন, রোহিঙ্গা শরনার্থী ৩জন, বান্দরবান জেলায় ৭জন, সাতকানিয়া উপজেলায় ২জন ও আগে করোনা আক্রান্ত হওয়া ৩ জন পুরাতন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ২৫৯ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এতথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১৪ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫জন, উখিয়া উপজেলায় ২জন, রামু উপজেলায় ১জন, পেকুয়া উপজেলায় ১জন ও টেকনাফ উপজেলায় ৫জন।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৮২৪ জনে পৌঁছেছে।

কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ আগস্ট বিকেল পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৬২জন স্থানীয় নাগরিক ও ৬জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’৮০% ভাগ।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ১৮আগস্ট পর্যন্ত জেলায় ৩০৫১জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮০’০৮% ভাগ বলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডা. সাকিয়া হকের তৈরীকৃত জেলার কোভিড-১৯ এর সার্বিক ম্যাপিং থেকে জানা যায়।

এছাড়া জেলায় ৫৩৮ জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে রয়েছে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশন রয়েছেন ১২১ জন করোনা রোগী। এছাড়া ২০ আগস্ট পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সর্বমোট ৩২ হাজার ১শ’ ৬৭ জনের নমুনা টেস্ট করা হয়েছে।

আরও খবর