সংবাদ বিজ্ঞপ্তি ◑
জেলা প্রশাসন এবং কক্সবাজার পৌরসভার মেয়রসহ প্রকৌশল শাখার কর্মকর্তা ও ঠিকাদারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আলম, সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার টিটন দাশসহ বিভিন্ন ঠিকাদার এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় করোনার কারনে প্রায় ৫ মাস বন্ধ থাকা পর্যটন নগরীর চলমান উন্নয়ন কর্মকান্ডগুলোর অগ্রগতিসহ অসম্পন্ন কাজ দ্রুত শেষ করার উপর গুরুত্বারূপ করা হয়।
সেই সাথে বৃষ্টি কমার সাথে সাথে পৌর এলাকার সড়ক, উপ-সড়কগুলোর কাজ আরও বেশি জনবল দিয়ে পুরোদমে শুরু হবে বলে জানানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-