উখিয়ার কাজি কফিল উদ্দিন আর নেই

হুমায়ুন কবির জুশান, উখিয়া ◑
১৮ আগস্ট বিকেল ৫ টায় স্টোক করে মারা যান কাজি কফিল উদ্দিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাড়িতে স্টোক করে চেয়ার থেকে পড়ে গেলে সাথে সাথে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দশম শ্রেণি পড়ুয়া এক মেয়ে ও ছোট এক ছেলে রেখে যান।

মরহুমের বড় ভাই উখিয়া বঙ্গমাতা মুজিব মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজি সাহাব উদ্দিন বলেন, ১৯ আগস্ট বুধবার সকাল ১১ টায় মৌলভিপাড়া জামে মসজিদ কবর স্থান প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

কাজি কফিল উদ্দিনের ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কাজী কফিল উদ্দিনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার স্ত্রী, ছেলে ও কন্যাকে জানাই আন্তরিক সমবেদনা, মহান আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দান করেন এবং মরহুমকে জান্নাতবাসী করেন।

আরও খবর