নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার সদর মডেল থানা সড়কে মানসিক ভারসাম্যহীন এক নারী একটি ছেলে সন্তান প্রসব করেছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫-২৮ বছরের মানসিক ভারসাম্যহীন এক মহিলা প্রসব বেদনায় কাতরাচ্ছিল। একপর্যায়ে সড়কের পাশে সন্তান প্রসব করেন ওই নারী। খবর পেয়ে দ্রুত সদর মডেল থানার দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ সদস্যরা বাচ্চাটি কোলে তুলে নিয়ে দ্রুত মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যান।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনচার জানান, মা ও নবজাতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তারা এখন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে দেখে মনে হয়েছে সড়কে সন্তান প্রসব করা ওই নারী পুরোপুরি ভারসাম্যহীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-