নিজস্ব প্রতিবেদক ◑ মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দলালকে সাতদিনের রিমান্ডে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কক্সবাজারের আদালত রিমান্ড মঞ্জুরের ঠিক ১২ পর তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় র্যাব তাদের তিনজনকে রিমান্ডে নিয়েছে।
এর আগে সোমবার (১৭ আগস্ট) আদালতের নির্দেশের ১২ দিন পর ওসি প্রদীপ, এস আই লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে রিমান্ডে নেওয়ার কথা বলেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।
৫ আগস্ট সিনহার বড় বোন বাদী হয়ে একই আদালতে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দলাল রক্ষিতসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-