আনছার হোসেন ◑
কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজ উল্লাহ ভূঁইয়া আর নেই।
তিনি আজ সোমবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় ফেনী জেলার দাগনভূঁইয়া এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কক্সবাজারে তাঁর নিকটজন এনামুল হক এনাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সোমবার বাদে আছর দাগনভূঁইয়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, সিরাজ উল্লাহ ভূঁইয়া কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ থানা ছাড়াও চট্টগ্রামের চান্দগাঁও, ফটিকছড়ি,পাঁচলাইশ, কর্ণফুলী, মতলব থানাসহ অসংখ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-