গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের উপর পুলিশের গুলিতে মেজর সিনহা হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ র্যাব-বাহিনীর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তথ্য সূত্রে জানা যায়, ১৭ আগস্ট (সোমবার) বিকাল সাড়ে ৪টারদিকে হেলিকপ্টার করে র্যাবের মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। এসময় র্যাব প্রধানের সাথে আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি গত ৩১ জুলাই টেকনাফ থানার অন্তর্গত মেরিন ড্রাইভ সড়কের উপর শামলাপুর যে পুলিশ চেকপোস্টের সামনে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ার ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। ঘটনার দিন রাতে নিহত মেজর সিনহার ব্যবহার করা গাড়িটি কোন পজিশনে ছিল, সিনহা হত্যার মামলার পুলিশ কখন কোথায়,কি ভাবে দাঁড়ানো ছিল,সেই সমস্ত বিষয় নিয়ে বেশ কিছুক্ষন ধারণা নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।প্রায় এক ঘন্টা সময় ধরে তিনি ঘটনাস্থলে অবস্থান করেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকরা সিনহা হত্যা মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, মামলাটি সঠিক ভাবে তদন্ত করার জন্য আমাদের সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এগিয়ে যাচ্ছে। মামলার তদন্ত দ্রুত সময়ের শেষ করার জন্য সংশ্লিষ্ট সব বাহিনীর সাথে সমন্বয় করে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
তদন্তের কার্যক্রমটি শেষ হওয়ার পর ঘটনার আসল রহস্য কি জানতে পারবো বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-