শফিক আজাদ ◑
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র রেজু আমতলী বিওপি’র সদস্যরা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
১৭ আগষ্ট (সোমবার) ভোরে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র উপ-পরিচালক মোঃ তাজমিলুর ইসলাম জানান, কতিপয় ইয়াবা কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি সদস্যরা নাইক্ষ্যংছড়ির রেজুআমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।
বিজিবি টহল দল সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে ৮ রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীগণ তাদের সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লাখ ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
যার মূল্য ৪ কোটি ২০লাখ টাকা। তবে এসময় কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি বলে তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-