টেকনাফে যুবলীগ, ছাত্রলীগ ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোঃ শাহীন, টেকনাফ ◑

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টেকনাফ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও পৌরসভা যুবলীগ, ছাত্রলীগ এবং সদর যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত।

১৫ আগস্ট শনিবার সকালে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের যুবলীগের অস্থায়ী কার্যালয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে নিহত সকল শহিদদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান, টেকনাফ উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল আলম চেয়ারম্যান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব সোহেল আহমদ বাহাদুর।

বক্তব্য রাখেন টেকনাফ পৌর যুবলীগের আহবায়ক জনাব তোয়াক্কুল হোসেন চৌধূরী, যুগ্ন-আহবায়ক জনাব মোহাম্মদ আবদুল্লাহ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, টেকনাফ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ফারুক, সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব,টেকনাফ উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বাসেদ, টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বাবলুসহ উপজেলা ও পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ও বক্তব্য রাখেন।

আরও খবর