কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑ 
সারাদেশের ন্যায় কক্সবাজারেও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, কোরআন খানি, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি, কাঙালিভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেছে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার পৌরসভা, জেলা যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এছাড়াও সংসদ সদস্যরা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থাও জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন করছেন। জেলা পর্যায় ছাড়াও উপজেলা পর্যায়ে একইভাবে অত্যন্ত মর্যাদার সাথে এই গভীর শোকের দিবসটি পালিত হচ্ছে।

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কক্সবাজার-৩ (সদর-রামু) অাসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা প্রশাসক মো: কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, শরনার্থী,ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: মাহবুব আলম তালুকদার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ,মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

আরও খবর