গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে যথাযোগ্য মর্র্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
তথ্য সূত্রে দেখা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসন, উপজেলা,পৌরসভা আওয়ামীলীগের অঙ্গসংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মিরা নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় এই কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা,দোয়া মাহফিল।
উপজেলা প্রশাসনের উদ্যেগে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শোক দিবসের শুভ-সূচনা শুরু করা হয়।
এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে শোকসভা অনুষ্টিত হয়।
শোক সভায় প্রধান অথিতি ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নূরুল আলম, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, টেকনাফ মডেল থানার নবাগত (ওসি) মোঃ আবুল ফয়সাল, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী নুরুল বশর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমএ জহির, উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে আগত প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের জম্মই হতোনা। তার বজ্র্রকন্ঠে হাজার হাজার বাঙ্গালী পাকিস্তানী হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল। শত্রুমুক্ত হয়ে এই দেশকে পরাধীনতার কবল থেকে রক্ষা করে এই স্বাধীন বাংলাদেশের জম্ম হয়েছিল।
বঙ্গবন্ধু আর বাংলাদেশ একসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু খুনিদের বিচার কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকায় এদেশ কলংক মুক্ত হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর হত্যাকান্ডে জড়িত আরো বেশ কয়েকজন খুনি এখনো পলাতক রয়েছে। তাদেরকেও অবিলম্বে আইনের আওয়তাই নিয়ে এসে ফাঁসি কার্যকর করার দাবী জানান বক্তারা।
সভা শেষে উপজেলা মিলনায়তন এলাকায় বৃক্ষরোপন এবং উপজেলা জামে মসজিদে খতমে কোরআন,মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ মাহফিলে মরহুমের রূহের মাফফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে টেকনাফ উপজেলা ও পৌরসভা আ’লীগের কার্য্যালয়ে পৌরসভা আ’লীগ, উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতা কর্মিরা নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আব্দুর রহমান(বদি), পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সরোয়ার আলমসহ টেকনাফ পৌরসভা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আ’লীগ, অংগসঠনের সভাপতি, সম্পাদকসহ নেতাকর্মিরা।
অপরদিকে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মিরা বিভিন্ন কর্মসুচির হাতে নিয়ে টেকনাফ পৌরসভা এবং সাবরাং ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি টেকনাফের কৃর্তি সন্তান সোহেল আহাম্মদ বাহাদুর।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল বশর,পৌরসভা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।
তথ্য নিয়ে জানা যায়, টেকনাফ উপজেলার অন্তর্গত হ্নীলা ইউনিয়ন আওয়ামীলী,বিভিন্ন অংগসগঠনের দায়িত্বরত নেতা কর্মিদের উর্দোগে জাতীয় শোকদিবস পালিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় সভাপতি রাশেদ মোহাম্মদ আলী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-