উখিয়া প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারাঃ বঙ্গবন্ধু ছিলেন বাঙালীর মুক্তির সনদ

প্রেস বিজ্ঞপ্তি ◑
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উখিয়া প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

১৫ আগষ্ট সকাল এগারটায় প্রেসক্লাবের সেমিনার কক্ষে কালোব্যাজ ধারণ, কোরান তেলাওয়াতের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,সিনিয়র সদস্য নুর মোহাম্মদ শিকদার, সদস্য শ.ম.গফুর, আবদুল্লাহ আল আজিজ, মাহমদুল হক বাবুল প্রমুখ।

এসময় উখিয়া প্রেসক্লাবের সদস্য শফিউল শাহীন, শহীদ রুবেল,মোঃ ইব্রাহীম মোস্তফা, এম ফেরদৌস ওয়াহিদ এবং সংবাদকর্মী নবী হোসাইন নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে মেরে পাকিস্তানি দোসররা বাংলাদেশ কে পিছিয়ে দিতে চেয়েছিল।পারে নাই।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে।তাঁরই ক্ষমতা কালিন সময়ে প্রণীত সংবিধান মোতাবেক বাংলাদেশ পরিচালিত হয়ে আসছে।

সর্বোপরি বঙ্গবন্ধু ছিল বাংলাদেশ এবং বাঙালীর মুক্তির সনদ।তাকে স্বপরিবারে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে হত্যার শিকার হন।

৪৫ তম শোকাবহ এই দিনে উখিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়।

আরও খবর