আন্তর্জাতিক ডেস্ক ◑ ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তের পর, অশান্ত পুরো মধ্যপ্রাচ্য। আমিরাতের বিতর্কিত ওই সিদ্ধান্তের প্রতিবাদে আবুধাবিতে নিজেদের দূতাবাস বন্ধ করেছে তুরস্ক। অন্যদিকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরান বলেছে, ফিলিস্তিনসহ গোটা মুসলিম উম্মাহ’র সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত। এদিকে দেশটির সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার মসজিদুল আকসার সামনে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা।
ক্ষোভে ফুসছে ফিলিস্তিনসহ গোটা মধ্যপ্রাচ্য। অবৈধভাবে ফিলিস্তিনিদের জমি দখলকারী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চুক্তির পর, শুক্রবার জুমার নামাজ শেষে জেরুজালেমের মসজিদুল আকসার সামনে জড়ো হন বহু মানুষ। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় তারা আবার আমিরাতের ব্যাপক সমালোচনা করেন। এসময় আন্দোলনকারীরা আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের ছবিতে আগুন ধরিয়ে দেন। সেইসঙ্গে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন বিক্ষুব্ধরা।
তারা বলছেন, আমিরাত যা করেছে, তা ফিলিস্তিনের বিরুদ্ধে বড় অপরাধ। সেইসঙ্গে এটি আমাদের জন্য বার্তা যে, আমিরাত আর আমাদের সঙ্গে নেই।
অন্যজন বলছেন, এ সিদ্ধান্ত যদি প্রত্যাহার করা না হয়, তাহলে অবশ্যই আমিরাতকে একঘরে করতে হবে। সেইসঙ্গে অবশ্যই ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হতে হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-