কক্সবাজারে এবার মাস্ক না পরায় ৪ জনকে গুনতে হলো জরিমানা!

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
চলমান করোনা পরিস্থিতিতে মাস্ক না পরায় কক্সবাজার পৌর এলাকার ৪ জনকে ১৬ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১২ আগস্ট (বুধবার) বেলা ১২ টার দিকে পৌর এলাকার বিভিন্ন জায়গায় জনসচেতনতা বৃদ্ধি করতে ও স্বাস্থ্যবিধি রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা। তিনি মানুষ স্বাস্থ্যবিধি মানছেন কিনা তা পর্যবেক্ষণ করেন এবং মাস্ক না পরায় ৪ জনকে পথচারীকে ১৬ শত টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ৪ জন পথচারীকে ১৬ শত টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাস্ক ছাড়া চলাচলকারী জনগণকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, করোনা সংক্রমণ রোধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর