কক্সবাজারে করোনার ঝুঁকি বাড়ছেই: স্বাস্থ্যবিধি মানছেনা ক্রেতা-বিক্রেতা অনেকেই

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
সারাদেশের ন্যায় কক্সবাজারেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে কক্সবাজারে মৃত্যুর হার কিছুটা কম হলেও আক্রান্ত রোগীর সংখ্যা কমেনি। কাঁচা বাজার, মার্কেটসহ কোন খানেই মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। আগে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জেলা প্রশাসন থেকে শুরু থেকে যে তৎপরতা ছিল এখন সেটিও কমে আসছে বলে ধারণা করেছেন সচেতন মহল। এভাবেই স্বাস্থ্যবিধি না মানলে করোনার প্রার্দুভাব ক্রমেই বেড়েই যাবে।

বিশেষ করে কক্সবাজারের বাজারগুলোতে অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই। কিছু ক্রেতা বিক্রেতার মুখে মাস্ক থাকলেও সেই মাস্ক স্বাস্থ্যবিধি অনুসারে দিচ্ছেনা।

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ঘন ঘন হাত ধোয়া, মুখে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে। তবুও বাজারে মোটেও মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। এছাড়াও টমটম, সিএনজি, বাস থেকে শুরু করে কোন ধরণের যানবাহনেই তেমন স্বাস্থবিধি মানা হচ্ছেনা।

সচেতন মহলের দাবি, পুলিশের ভয়ে কারো মুখে মাস্ক পরা থাকলেও কথা বলা বা দর-দামের সময় মাস্ক খুলে কথা বলছেন বেশিরভাগ মানুষ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি না মানলে বিপদ আরও বাড়তে পারে। অপ্রয়োজনে কোথাও ঘেরাঘুরি না করারও পরামর্শ তাদের।

মঙ্গলবার বিকেলের দিকে কক্সবাজার শহরের পিটিস্কুল বাজার, কালুর দোকান বাজার, বড়বাজার, কানাইয়া বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে , স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা-বিক্রেতা কেউ। বাজার বা মার্কেটের সামনে নেই কোন ধরণের হাত ধোয়ার কোনো ব্যবস্থা। কিছু কিছু মানুষের মুখে থাকলেও কথা বলার সময় মাস্ক খুলে ফেলছেন। অনেক বিক্রেতা আবার মাল বিক্রির পর টাকা গুনতে থুথু ব্যবহার করছেন।

মনির হোসেন নামে আম ও লিচু বিক্রেতা। তিনি মাস্ক পরলেও সেটি দিয়ে নাক-মুখ না ঢেকে মুখের নিচের অংশ ঢেকে রেখেছেন। তিনি বলেন, ‘আসলে অনেক দিন হলো, এখন অনেকেই মাস্ক পরছেন না। আবার মাস্ক না পরলে পুলিশ মাল বিক্রি করতে দেয় না কিন্তু মাস্ক পরা থাকলে ক্রেতারা কথা শুনতে পায় না।

কথার ফাঁকে মুখের থুথু টাকায় লাগিয়ে গুনতে থাকেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেক দিনের অভ্যাস। তবে এটা না করাই ভালো।

কানাইয়া বাজার এলাকার এক ক্রেতা জসিম উদ্দীন। তিনি পরিবারের জন্য বাজার করতে এসেছেন কোনো মাস্ক ছাড়া। তিনি বলেন, ভুল করে চলে এসেছি। তবে বাঁচতে হলে অবশ্যই আমাদের সচেতন হতে হবে।

এ বিষয়ে ডা. আয়ুব খান বলেন, স্বাস্থ্যবিধি না মানলে বিপদ আরও বাড়তে পারে। আমাদের অপ্রয়োজনীয় চলাচল, ঘোরাঘুরি বন্ধ করতে হবে। নিজেকে নিরাপদে রাখতে না পারলে এর মাধ্যমে প্রচুর মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। আবার অনেকের মৃত্যু ঘটবে। যতোদিন করোনা ভাইরাস চলমান থাকবে অবশ্যই আমাদেরকে স্বাস্থবিধি মেন চলতে হবে।

আরও খবর