সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার (১১ আগস্ট) ৩৮৩ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৩৬ জন করোনা পজিটিভ পাওয়া যায়।
তৎমধ্যে কক্সবাজার জেলায় ২৪ জন, বান্দারবান জেলার ৯ জন, বাঁশাখালী উপজেলার ২ জন ও রোহিঙ্গা ১ জন করোনা রোগীর শনাক্ত হয়। একইদিন বাকী ৩৪৭ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
পজেটিভ পাওয়া রোগীদের মধ্যে কক্সবাজার জেলায় আক্রান্ত ২৪ জন। তারমধ্যে কক্সবাজার সদর উপজেলার ১২ জন, রামু উপজেলার ৩ জন, উখিয়া উপজেলার ২ জন, টেকনাফ উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ৩ জন, কুতুবদিয়া উপজেলার ১ জন, মহেশাখালী উপজেলার ২ জন এবং রোহিঙ্গা ১ জন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়াও বান্দরবান জেলার ৯ জন ও বাঁশখালীর ২ জন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-