বিশ্বে প্রথমবারের মতো করোনা ভাইরাসের টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে এই টিকা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে গ্রহণ করেছেন।
মঙ্গলবার পুতিন ঘোষণা করেন, করোনা ভাইরাস প্রতিরোধী প্রথম কার্যকরী টিকা তৈরি করেছে রাশিয়া। এই টিকা পরীক্ষার সময় কার্যকর প্রমাণিত হয়েছে, যা করোনা ভাইরাস স্থায়ীভাবে প্রতিরোধে সক্ষম।
পুতিন বলেন, ‘আজ সকালে, বিশ্বের প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন রাশিয়ায় নথিভুক্ত করা হয়েছে। এই টিকা আমার এক মেয়ে গ্রহণ করেছে।’
গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের তৈরি ভ্যাকসিনটি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করে।
পুতিন বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার পর আমার মেয়ের শরীরের তাপমাত্রা ৩৮ হয়েছিল। এখন সে ভালো আছে।’
রাশিয়ার কর্তৃপক্ষ বলছে, প্রথম দিকে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তবে আগামী বছরের জানুয়ারি থেকে সাধারণ জনগণের জন্য ভ্যাকসিনটি উন্মুক্ত করা হবে।
তার আগেই কয়েক মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি হবে। সূত্র: রাশিয়ান বার্তা সংস্থা তাস, এনডিটিভি, আন্দালু এজেন্সি
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-