মেজর সিনহার সহযোগী সিফাতের জামিন মঞ্জুর, তদন্ত কর্মকর্তা বদলী

শাহেদ মিজান ◑ 

টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার সকাল ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক তামান্ন্ ফারাহ এই জামিন আবেদন মঞ্জুর করেন

মেজর সিনহা হত্যা মামলার আইনজীবি এড. মোঃ মোস্তফা এই তথ্য নিশ্চিত করেন।

একই সাথে মামলার তদন্ত কর্মকর্তা বদলী করে তদন্ত র‌্যাব কর দেয়া আদেশ দেন

মেজর সিনহা হত্যা মামলার আইনজীবি এড. মোঃ মোস্তফা জানান, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা ও মাদকে দুটি মামলার আসামী ছিলো রিফাতুল ইসলাম সিফাত।

দুটি মামলায় তিনি কারান্তরীণ রয়েছেন। আগেই তার জামিন আবেদন করে রাখা হয়েছিলো। রোববার তার জামিন আবেদনের শুনানী হয়। শুনানী শেষে আজ সোমবার জামিন আদেশের দিন ধার্য্য করছিলো। তার অংশ হিসেবে পুন: জামিন শুনানী হলে আদালত সিফাতের জামিন মঞ্জুর করেন। একই সাথে তদন্ত কর্মকর্তা বদলীর আবেদন করা হলে তাও মঞ্জুর করেন আদালত।

আরও খবর