কক্সবাজারে পাহাড় কেটে অবৈধ নির্মাণাধীন দুইটি ঘর ভেঙ্গে দিল প্রশাসন

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার বাসটার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়ায় শ্মশানের পাশর্^বর্তী জায়গা দখল করে পাহাড় কেটে অবৈধ নির্মাণাধীন ২টি ঘর ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

রোববার (৯ আগস্ট) সকার সাড়ে ১০ টাক দিকে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহযোগিতায় সদর সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই অবৈধ ঘর ভেঙ্গে দেয়া হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হক।

উপ-পরিচালক শেখ মো. নামজুল হক বলেন, পরিবেশ ধ্বংসকারী ও পাহাড় কর্তনকারী যেই হোক না কাউকে ছাড় দেয়া হবেনা। পাহাড় কাটার বিরুদ্ধে সর্বদা সোচ্চার প্রশাসন। পরিবেশ রক্ষার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে।

কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, শ্মশানের পাশর্^বর্তী জায়গা দখল করে পাহাড় কেটে ঘর নির্মাণের অপচেষ্টা করেছিল পাহাড় কর্তনকারীরা। ওই নির্মাণাধীন ঘর ভেঙ্গে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, পাহাড় কর্তনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলছে। এছাড়াও পাহাড় কাটা ও পাহাড়ের উপর ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরতদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে পাহাড় কেটে সাবাড় করে আসছিল। ভেঙ্গে দেয়া নির্মাণাধীন ২টি ঘর ছাড়াও আশপাশের অনেকের বহুতল ভবণ ও বাড়িঘর পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। আসলেই ওই পাহাড় এলাকার প্রভাবশালীদের দখলে নিয়ে কেটে সমতল করে প্রথমেই টিনের বেড়া ও ছাইনি ঘর নির্মাণ করে। পরবর্তীতে ওই টিনের ঘরগুলোই বিল্ডিংয়ে পরিনত হয়ে যায়।

আরও খবর