গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা নাফনদীর জইল্যাদ্বীপে অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবার চালান জব্দ করেছে।
গত ৬ আগষ্ট(বুধবার) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনের দায়িত্বরত সদস্যরা মিয়ানমার হতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে নৌকাযোগে নাফনদীর বুকে অবস্থিত পর্যটন ক্ষ্যত জইল্যার দ্বীপের কিনারায় গড়ে উঠা জঙ্গলে অভিযান যায়।
একপর্যায়ে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত অপরাধীরা জঙ্গলের ভিতর থেকে পানিতে লাফ দেয়। এরপর কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করলে অপরাধীরা ইয়াবাভর্তি ২টি ব্যাগ ফেলে দিয়ে সু-কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে ঘটনাস্থল তল্লাশী করে ৮০ হাজার ইয়াবাভর্তি ২টি ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড।
অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পুর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক উদ্ধারকৃত ইয়াবার চালানটির ব্যাপারে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-