অনলাইন ডেস্ক ◑ রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের এক কেজি ৭০৭ গ্রাম হেরোইনসহ মোছা. আনোয়ারী (৪০) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাতে মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী আনোয়ারীকে আটক করে র্যাব-৪।
এসময় তার কাছ থেকে হেরোইন ও নগদ ২ লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা, দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে। রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলেন। আসামির বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট চারটি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আনোয়ারী নিজে ‘মাদক সম্রাজ্ঞী’ এ কথা স্বীকার করেন। আসামির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-