সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৩ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

শাহেদ মিজান ◑
মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় জামিন না মঞ্জুর হওয়া টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক আইসি লিয়াকত আলীসহ তিনজনের আসামীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত র‌্যাবের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত তিন আসামীর সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। অন্য চার আসামীকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

রাত ৮টায় বাদি পক্ষের প্রধান আইনজীবি মোহাম্মদ মোস্তফা আদালত কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দীন ৩ জনের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। তারা হলেন, ওসি প্রদীপ কুমার দাশ, প্রধান আসামী লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিত। বাকিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

আরও খবর