পাথুরে বীচ ইনানী পর্যটকে ভরপুর!

ইমরান আল মাহমুদ,উখিয়া ◑
পবিত্র ইদুল আযহার ছুটিতে পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদভারে মুখরিত হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি উখিয়ার পাথুরে বীচ ইনানীতেও পর্যটকদের আগমনে আগের স্মৃতি ফিরে এসেছে। দীর্ঘদিন করোনার লকডাউনে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছিলো পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

তবে পবিত্র ইদুল আযহার ছুটিতে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ফলে ইনানী, পাটুয়ারটেকসহ উখিয়ার সব পর্যটন কেন্দ্র পর্যটকে ভরপুর হতে দেখা যায়।

ইনানী পাথুরে বীচের আমড়া বিক্রেতা কিশোর জাহেদুল ইসলাম জানান,দীর্ঘদিন পর্যটন কেন্দ্র বন্ধ থাকার কারণে আর্থিক সংকটে পড়ে যায়। দৈনিক ৪০০-৫০০ টাকার আমড়া বিক্রি করে সংসারের হাল ধরেন কিশোর জাহেদ।

পর্যটকদের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থার ব্যাপারে জানতে চাইলে ইনানী টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন জানান,পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সৈকতে বখাটে সহ বিভিন্ন ইভটিজারদের কঠোর নজরদারির জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান।

আরও খবর