‘বন্দুকযুদ্ধে’ মারা গেলো মাদক ব্যবসায়ী মুন্না

ডেস্ক রিপোর্ট ◑  সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সুলতানপুর ইউপির অজরগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী আবদুল মান্নান ওরফে মুন্না মিয়া উপজেলার খাদিমান গ্রামের ইয়াসিন আলীর ছেলে। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে।

জকিগঞ্জ থানার ওসি মীর আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্নার বিরুদ্ধে কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে অজর গ্রামে কয়েকজন মাদক ব্যবসায়ী তকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। কিছুক্ষণ পর মুন্নাকে গুলিবিদ্ধ অবস্থায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর