গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন খালাত ভাই রহিম উল্লাহ’র হত্যাকারী এবং দায়ের করা মামলার প্রধান আসামী খুনি দেলোয়ার অবশেষে স্থানীয় জনগনের সহায়তায় পুলিশের হাতে আটক হয়েছে।
তথ্য সূত্রে জানাযায়, গত ২৬ জুলাই রাত ৮টার দিকে পুর্বশত্রুতার জেরধরে বসত-ভিটার বিরোধ নিয়ে সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে রহিম উল্লাহ নামে এক যুবককে খুন করে তার আপন খালাত ভাই দেলোয়ার।
এদিকে ১ আগস্ট (শনিবার) বিকাল ৫টার দিকে উক্ত ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী খুনি দেলোয়ারকে স্থানীয় জনগন সু-কৌশলে আটক করে রাখে।
এরপর টেকনাফ থানা পুলিশকে খবর দিলে থানায় কর্মরত এসআই অরুন চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-