আনছার হোসেন ◑পবিত্র ঈদুল আযহার দিনেও কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বন্ধ নেই। এই ছুটির দিনেও ল্যাবের চিকিৎসক, টেকনিশিয়ান, কর্মকর্তা-কর্মচারিরা সেবা দিয়ে চলেছেন। এ দিনও ল্যাবে ৬৯ জন সন্দেহভাজন করোনা রোগীর টেষ্ট করা হয়েছে। যাদের মধ্যে ১৯ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে এ দিন কক্সবাজার সদর উপজেলা ও কক্সবাজার পৌর এলাকায় নতুন কোন করোনা রোগী শনাক্ত হয়নি।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবিত্র কুরবানির ঈদের দিনেও ৬৯ জন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ১৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে রামু উপজেলায় ১৬ জন, উখিয়া উপজেলায় একজন ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন দুইজন।
এ দিন কক্সবাজার পৌরসভা, সদর উপজেলাসহ জেলার অন্য ৬ উপজেলায় কোন নতুন রোগী শনাক্ত হয়নি।
শনিবারের টেষ্টে ৫০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-