কুরবানি হলো উৎসর্গ, বিসর্জন, আত্মত্যাগ ও নৈকট্যলাভ। আল্লাহর নামে জিলহজ মাসের দশম হতে দ্বাদশ দিনে ঈদুল আযহায় সারা বিশ্বের মুসলিম উম্মাহ নিজ সাধ্যমত পশু কোরবানির মাধ্যমে এ উৎসর্গে শরিক হয়ে করে থাকেন।
ভোগে নয়, ত্যাগেই প্রকৃত আনন্দ। পবিত্র ঈদুল আযহা এ শিক্ষাই আমাদের দেয়। এ শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হোক সবাই এ প্রত্যাশায় পর্যটন নগরী কক্সবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ কক্সবাজার জার্নাল ডটকম’র সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, শুভানুধ্যায়িদের শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক আবদুল্লাহ আল আজিজ।
আসুন সবাই মিলে প্রার্থনা করি, করোনা নামের বৈশ্বিক মহামারি থেকে যেন পরম করুণাময় আমাদের পরিত্রান দেন। আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। ঈদ মোবারক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-