রাতারাতি টাকাওয়ালা হতে ইয়াবা ব্যবসায়: উখিয়ার দুই যুবক চট্টগ্রামে ধরা

নিজস্ব প্রতিবেদক ◑

চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় কেরানীহাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার মাতাব্বরের ছেলে মো. ইউসুফ (১৯) ও একই এলাকার জাফর আলমের ছেলে মো. ইসমাঈল (২০)।

জানা গেছে, তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে সাতকানিয়ায় পাচার করতো।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটককৃতরা পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর