বলরাম দাশ অনুপম :
কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণকারী ৪৩ জলদস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
র্যাব-৭ এর পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এ উপলক্ষে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন মিলনায়তনে এক অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান জুয়েল, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, র্যাব-৭ এর উদ্যোগের ফলেই জলদস্যুরা এখন শান্তিতে পরিবারের সদস্যদের সাথে বসবাস করতে পারছে।
আত্মসমর্পণকারী জলদস্যুদের আলোরপথযাত্রী বলে অভিহিত র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মোঃ মশিউর রহমান এখনো যারা সাগরে দস্যুতা করছেন তাদের আলোর পথে ফিরে আসার আহবান জানান।
অনুষ্ঠানে কক্সবাজারস্থ র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-২০১৮ সালের ২০ অক্টোবর মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেয়ার মাধ্যমে আত্মসর্মপন করে মহেশখালী ও কুতুবদিয়ার ৪৩ জলদস্যু।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-