চট্রগ্রাম- চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোডে বৃহস্পতিবার সকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষানবিশ এক সাব ইন্সপেক্টর (পিএসআই) নিহত হয়েছেন।
নিহত এহসানুল হক (৩০) পিএসআই হিসেবে জেলা পুলিশের অধীনে চট্টগ্রাম আদালতে কর্মরত ছিলেন।
সে উখিয়ায় হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার প্রবাসী আবুল কালামের ছেলে।
জানা যায়, জেলার সাতকানিয়া থেকে শহরে আসার সময় মেরিন ড্রাইভ রোড়ের ফিরিঙ্গী বাজার এলাকায় এস আলম পরিবহণের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্কর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল আদালতে আসার সময় বাসের ধাক্কায় এহসানুল হক মারা যান। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ধাক্কা দেয়া এস আলমের ওই বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মাদ মোহসীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-