লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে পিতা-পুত্রসহ জোয়ারিয়ানালার ৩ জন আহত

সোয়েব সাঈদ ◑
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৩ জন গুরুতর আহত হয়েছেন। এরা হলেন-জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব পাড়ার মাওলানা সিরাজুল ইসলাম ৫৫) ও তার ছেলে ইমরান খান (২৮) এবং একই ইউনিয়নের ঘোনারপাড়ার ইলিয়াছ সওদাগরের ছেলে শাহজালাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার কর্মকর্তা রায়হানুল আবেদিন তমাল (২৮)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮ টায় লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটনাটি ঘটে। এতে ৪ জন নিহত এবং ১০/১২ জন আহত হয়েছেন।

দূর্ঘটনার পরই তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইমরানের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহত জোয়ারিয়ানালার ৩ জনই সৌদিয়া বাসের যাত্রী।

জানা গেছে, চট্টগ্রাম অভিমুখি সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

আরও খবর