এবার ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ গেলো সাবেক ইউপি চেয়ারম্যান ফাটাকেষ্ট কামালের

ডেস্ক রিপোর্ট ◑ খুলনার রূপসা উপজেলার নৈহাটির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মুন্সি ওরফে মীনা কামাল ওরফে ফাটাকেষ্ট রামপালে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাত ৪টা ৫০ মিনিটের দিকে রামপালের জিরো পয়েন্টে তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, কামাল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে হত্যা, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন আইনে ২৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ডেগার, ৫০০ পিস ইয়াবা, নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা রামপাল এলাকায় অভিযান পরিচালনা করছিল। ভোররাতে জিরো পয়েন্ট এলাকায় ঘিরে ধরলে কামাল র‌্যাব সদস্যদের ওপর গুলি চালায়। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে কামালে গুলিবিদ্ধ অবস্থায় ধরা হয়। তাকে দ্রুত রামপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের দুই সদস্য আহত হন বলেও তিনি জানান। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও খবর