পেপের ভিতরে মিললো ইয়াবা: উখিয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে যুবক আটক

উখিয়া প্রতিনিধি ◑

অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে নারীপুরুষ দুইজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

২৯ জুলাই সন্ধ্যায় উখিয়া থানার হলদিয়া ইউনিয়নের ধুরুমখালী এলাকাস্থ টেকনাফ-কক্সবাজার সড়কের গাবগাছতলা নামক স্থান হতে রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার আলী মদনের ছেলে আব্দুর রহিম (২৪) ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বেতবনিয়া কুলাল পাড়া এলাকার আব্দুল হাকিমের কন্যা ও মালয়েশিয়া প্রবাসী নুরুল বশরের স্ত্রী ইয়াছমিন আক্তার রেহেনা (২৭) কে আটক করা হয়।

এসময় পেপের ভিতরে অভিনব লোকানো ৪ সাড়ে হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসংক্রান্ত মামলা রুজু করা হয়েছে উখিয়া থানায়।

অভিযানে ছিলেন উখিয়া থানার পুলিশ অফিসার এএসআই মোঃ শাহ আলম ও এএসআই ফখরুল ইসলামদ্বয় বলে নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আকতার মরজু।

আরও খবর