ঈদে পর্যটন কেন্দ্রে গেলেই শাস্তি

চট্টগ্রাম ◑ ঈদুল আজহাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিএমপির এডিসি (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ। এর আগে এ সংক্রান্ত নির্দেশনা দেন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগমের ফলে করোনার সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নগরীর পতেঙ্গা সি-বিচ, ফয়’স লেক, নেভাল বিচসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটন কেন্দ্রে গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ১৮ মার্চ থেকে নগরীর বিভিন্ন পর্যটন কেন্দ্রে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করে সিএমপি।

আরও খবর