চট্টগ্রাম ◑ ঈদুল আজহাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিএমপির এডিসি (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ। এর আগে এ সংক্রান্ত নির্দেশনা দেন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান।
তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগমের ফলে করোনার সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নগরীর পতেঙ্গা সি-বিচ, ফয়’স লেক, নেভাল বিচসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটন কেন্দ্রে গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ১৮ মার্চ থেকে নগরীর বিভিন্ন পর্যটন কেন্দ্রে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করে সিএমপি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-