গত মঙ্গলবার দৈনিক কক্সবাজার ও বিভিন্ন অনলাইনে ‘ইয়াবা বান্ধব ইউনিয়ন পালংখালী’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
উক্ত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল হক। তিনি দাবি করেছেন, এক শ্রেণীর প্রতিহিংসা পরায়ণ লোক তার উন্নয়ন ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে। গত কিছু দিন বিভিন্ন অনলাইন, ফেসবুক ও পত্রিকায় মিথ্যাচার করে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে তিনি উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর থেকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছি। অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। অথচ অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে কিছু মানুষের রোষানলে পড়তে হয়েছে। তবুও সততার সাথে কাজ করে গেছি।
অথচ গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, কতিপয় কুচক্রী ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া সংবাদ ছাপিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।
যারা মিথ্যাচারে লিপ্ত তাদের কে নিজ দায়িত্বে অপপ্রচার বন্ধ করার দাবী জানাচ্ছি।
অন্যথায় অপপ্রচার কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উক্ত সংবাদে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সাংবাদিক ভাইদের যাচাই-বাচাই করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমুলক সংবাদে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের তথ্য বহুল সংবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
নুরুল হক
ইউপি সদস্য (৭নং ওয়ার্ড)
পালংখালী ইউনিয়ন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-