ইমাম খাইর, কক্সবাজার ◑
মহেশখালীর মাতারবাড়ী থেকে দুইটি ট্যাংকভর্তি প্রায় ৬০ লিটার বাংলা মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- মাতারবাড়ি সর্দারপাড়ার হাবিবুর রহমানের ছেলে ইস্তাফিজুর রহমান (৩৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালানো হয়।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মোঃ দিদারুল ফেরদৌস।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। মাতারবাড়ির সর্দার পাড়ার হাবিবুর রহমানের বসতবাড়িতে বাংলা মদ মজুদের খবরে অভিযান চালানো হয়।
পুলিশ ক্যাম্পের এসআই শাহজাহানের নেতৃত্বে অভিযানে স্ত্রী ও ছেলেকে আটক করলেও পাওয়া যায়নি বাড়ির মালিক হাবিবুর রহমানকে।
মাদকসহ সব ধরণের অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি মোঃ দিদারুল ফেরদৌস।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-