কক্সবাজারে একদিনেই ৫ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি ◑

কক্সবাজারের কবিতা চত্বর ও টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে ৫ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে লাশ গুলো উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি নিহতরা মাদক কারবারি চক্রের সদস্য, নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন।

কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় দুই মাদক কারবারি দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে একপর্যায়ে ত্রিমুখি ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও ২টি এলজি সহ ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই হোয়াইক্যং এলাকার বাসিন্দা।

অপরদিকে মঙ্গলবার ভোরে কক্সবাজার সৈকতের কবিতা চত্বর এলাকা থেকে পুলিশ এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার উদ্ধার করে অজ্ঞাত হিসাবে মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরও খবর