মহেশখালীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সাড়ে ৮ কোটি টাকার চেক বিতরণ

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।

২৭ জুলাই (সোমবার) বিকেলে জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কামাল হোসেন সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ৩১ টি এলএ চেক বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসারসহ অন্যান্য নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে মোট সাড়ে ৮ কোটি টাকার চেক বিতরণ করেন।

চেক বিতরণকালে জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, সরকারের চলমান উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূণের চেক যথাযথ ব্যক্তিদের কাছে সরাসরি হস্তান্তর করা হচ্ছে যাতে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা কোন ধরণের হয়রানির শিকার না হয়।

তারই ধারাবাহিকতায় মহেশখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে সাড়ে ৮ কোটি টাকার মোট ৩১ টি এলএ চেক বিতরণ করা হল।

আরও খবর