চট্টগ্রাম ◑ কক্সবাজার শহরের এক যুবক ১৩০০ টি ইয়াবাসহ চট্টগ্রামের পটিয়ায় আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তার নাম মোহাম্মদ হারেজ (২০)। সে শহরের লাইট হাউজ পাড়ার (ভাবুর মায়ের বাড়ী) বাসিন্দা মোঃ শমসুর ছেলে।
২৭ জুলাই সকাল ৯টার দিকে যাত্রীবাহী বাস তল্লাসী করে তাকে আটক করা হয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম খ-সার্কেল উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার।
তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মোজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে মহাসড়কের উপর ঢাকা মেট্রো-ব-১৪-৬১৬৫ হানিফ যাত্রীবাহী বাসের সি-০১ সিট থেকে ইয়াবাসহ মোহাম্মদ হারেজকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ইয়াবা পাচারে বিবিধ কৌশল অনুসরনের উদাহরণে সে জুতার মধ্যে সুকৌশলে ইয়াবা লুকায়। তবে আইনের আওতায় আটক হয়ে সে তা স্বেচ্ছায় স্বীকার করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-