লোহাগাড়ায় নারী মাদক পাচারকারীসহ আটক ২ : প্রাইভেট কার জব্দ

জাহেদুল ইসলাম, লোহাগাড়া ◑

লোহাগাড়া উপজেলার চুনিত জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখি প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে মাদকপাচার কারী নারীসহ ২ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

এসময় তাদের কাছে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলয়েট উদ্ধার করা হয়।

২৬ জুলাই দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানান পুলিশ। পাচা কাজে ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করেছেন বলে জানান।

আটককৃতরা হল ঢাকা বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার ইউসুফের মেয়ে নিশাত জাহান নিলা(২৮) ও ভোলা জেলার লালমোহন থানার চট্টলা গ্রামের জালাল আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৬)।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি জাঙ্গালীয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যালয়েট উদ্ধার করা হয় ও নারীসহ ২ জনকে আটক করি।

পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতে সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর