টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন!

টেকনাফ প্রতিনিধি ◑

টেকনাফে তুচ্ছ ঘটনায় খালাত ভাইয়ের ছুরিকাঘাতে রহিম উল্লাহ (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

অভিযুক্ত খালাত ভাই মো. দেলোয়ার পলাতক রয়েছে।

নিহত যুবক সাবরাং ডেইলপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার মো.শরীফ হোসেন জানান, খুন হওয়া যুবক ও অভিযুক্ত খালাত ভাই একই বসত ভিটায় পাশাপাশি বসবাস করতেন। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খালাত ভাই দেলোয়ার ক্ষীপ্ত হয়ে রহিম উল্লাহকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্বজনরা রহিম উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়। তবে কি কারনে কথা কাটাকাটি হয়েছিল তা জানা যায়নি।

এদিকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী দেলোয়ারকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেনি।

টেকনাফ মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে রাত দশটার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

আরও খবর