প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় টেকনাফে যুবকের আত্মহত্যা

টেকনাফ প্রতিনিধি ◑
কক্সবাজারের টেকনাফে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার হ্নীলা দক্ষিণ জাদিমোরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ওসমান গণির (২০)। পেশায় মাইক্রোবাস চালক ওসমান একই এলাকার মালয়েশিয়া প্রবাসী জাফর আহমদের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, ওসমান গণি বিভিন্ন এলাকার মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বাড়িতে একেক সময় একেকজনকে বিয়ে করে আনার জন্য মা-বাবাকে চাপ দিতে থাকে। মা-বাবা এসব না মেনে নিজেদের পছন্দমত বউ আনার কথা জানিয়ে দেয়। এতে তিনি অভিমানে নিয়ে কয়েকবার আত্মহত্যারও হুমকি দেন। শনিবার দুপুরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ার পর সন্ধ্যা পর্যন্ত নিজের রুম থেকে বের না হওয়ায় ঘরের লোকজন তার শয়ন কক্ষের সিলিং বিটে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর