ইমাম খাইর, কক্সবাজার ◑
স্বাস্থ্যবিধি মেনে আগামী কুরবানির ঈদের আগেই পর্যটন শহরের আবাসিক হোটেলগুলো খুলে দেয়ার বিষয়ে বিবেচনা করতে অনুরোধ জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ মেয়র মুজিবের সাথে সাক্ষাতে গেলে মুঠোফোনে সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদকে এই অনুরোধ করেন।
তিনি বলেন, হোটেল মোটেল জোন কেন্দ্রিক অসংখ্য পরিবারের জীবন জীবিকা। ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রামসহ দেশের অন্যান্য পর্যটন স্পটগুলো প্রায় খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারের আবাসিক হোটেল মোটেল গুলোকে খুলে দেয়া যায় কিনা, বিবেচনা করা দরকার।
এছাড়া, কুরবানির ঈদের আগেই কর্মকর্তাদের বেতন বোনাস প্রদানে আবাসিক হোটেলের মালিকদেরকে অনুরোধ করেন পৌর মেয়র মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী বাদল, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, উপদেষ্টা এডঃ মাহবুবর রহমান টিপু, এডঃ ইছহাক, সুখেন্দু বড়ুয়া, আওলাদ হোসেন কেনেডি, হানিফ হেলালি মাঈনুল হোসেন, খায়রুল আমিন, ওসমান গনি, আরদু রহমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-