মাস্ক কেলেংকারির অভিযুক্ত ডা. জাকিরের কক্সবাজার সদর হাসপাতালে যোগদান

দেশ-বিদেশ ◑
সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বাক বিতন্ডার মধ্যেই কক্সবাজার জেলা সদর হাসপাতালের নতুন তত্বাবধায়ক (সুপার) হিসাবে ডা. মোঃ জাকির হোসেন খান যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ডা. মোঃ জাকির হোসেন খান হাসপাতালের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত সুপার ডা. রফিকুস সালেহীনের নিকট থেকে সুপারের দায়িত্ব বুঝে নেন।

স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ গত ৫ জুলাই কক্সবাজার জেলা সদর হাসপাতালের উপ পরিচালকের মর্যাদায় তত্বাবধায়ক (সুপার) হিসাবে ডা. জাকির হোসেন খানকে বদলি করেন। অপরদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সাবেক সুপার ডা. মোহাম্মদ মহিউদ্দিন কে কক্সবাজার থেকে বদলী করে কেন্দ্রীয় ওষুধাগারে ডা. জাকির হোসেন খানের স্থলাভিষিক্ত করা হয়েছে। হাসপাতালের সাবেক সুপার ডা. মো. মহিউদ্দিন কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুস সালেহীনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তখনই বিদায় নিয়েছেন।

সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট (সিএমএসডি)-এ (সিএমএসডি) অনিয়ম ও লুটপাটের চরম অভিযোগ উঠার প্রাক্কালে ডা. মোঃ জাকির হোসেন খান (৩৯৮১৩) কে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার হিসাবে এ নিয়োগ দেওয়া হয়। ডা. মোঃ জাকির হোসেন খানের এসব কেলেংকারী নিয়ে সারাদেশে তীব্র সমালোচনার ঝড় উঠে। এনিয়ে চরমভাবে বিব্রত হয় সরকার।
এদিকে ডা. মোঃ জাকির হোসেন খান’কে নিয়ে গত দুই সপ্তাহ ধরে কক্সবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক বিতন্ডা চলে আসছে। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগে দুদকের নোটিশ প্রাপ্ত ডাঃ জাকির হোসেনকে নিয়ে তির্যক মন্তব্য ছুঁড়ছেন স্থানীয় বাসিন্দারা।

কক্সবাজারের লোকজনের অভিযোগ, ডা. মোঃ জাকির হোসেন খান স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ওষুধাগারের উপ পরিচালক থাকাকালে এন-৯৫ মাস্ক কেলেংকারির মত ষ্পর্শকাতর ঘটনায় জড়িত হয়ে পড়েন। কক্সবাজার জেলা সদর হাসপাতালে নতুন সুপার হিসাবে যোগদান করা ডা. মোঃ জাকির হোসেন খান’কে এন-৯৫ মাস্ক কেলেংকারী সহ সরকারি কেন্দ্রীয় ঔষাধাগারের বিভিন্ন অনিয়ম ও লুটপাটের বিষয়ে দুর্নীতি দমন কমিশন এর ঢাকার সেগুন বাগিচাস্থ প্রধান কার্যালয়ে গত ২০ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ডা. মোঃ জাকির হোসেন খান কক্সবাজার জেলা সদর হাসপাতালে যোগদান করলেই তাকে প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছিলেন “আমরা কক্সবাজারবাসী” নামক একটি সংগঠন সহ আরো অনেকে। গত ২০ জুলাই কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে ‘আমরা কক্সবাজারবাসী’ নামক সংগঠনটির মতবিনিময় সভায় নেতৃবৃন্দ অন্যান্য দাবির সাথে এই দাবিটিও জানিয়েছিলেন।

অন্যদিকে বদলী আদেশ পাওয়ার দীর্ঘ ১৮ দিন পর বৃহস্পতিবার ডা. মোঃ জাকির হোসেন খান কক্সবাজার জেলা সদর হাসপাতালে যোগদান করলেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালে সুপারের দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। ডা. মোঃ জাকির হোসেন খান অবশ্য তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন। ####

আরও খবর